গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ৫ বসতঘর

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২০ at ১০:৫৬ পূর্বাহ্ণ

চন্দনাইশে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পাশাপাশি ৫টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। গত ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাঞ্চননগর খন্দকার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। এসময় আগুনের লেলিহান শিখা মুহূর্তে চতুর্দিকে ছড়িয়ে পড়ে পাশাপাশি ৫টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। এসময় বসতঘরগুলোতে রক্ষিত নগদ টাকা, স্বর্ণালংকার, মূল্যবান কাগজপত্র, কাপড়-ছোপড়, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে পটিয়া দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় চন্দনাইশ ফায়ার সার্ভিসের একটি টিম আসলেও রাস্তা সরু হওয়ায় গাড়িটি ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো মো. একরাম, কবির আহমদ, মো. ইউসুফ, আবুল কালাম ও জেবুন্নাহার। এদিকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারে মো. নজরুল ইসলাম চৌধুরী এমপির ব্যক্তিগত তহবিল থেকে ১ বস্তা করে চাউল ও ১ হাজার টাকা করে প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে সাপের কামড়ে নারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে তিন প্রতিষ্ঠানকে ৫ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা