সীতাকুণ্ডে তিন প্রতিষ্ঠানকে ৫ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা

পরিবেশের ক্ষতি সাধন

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২০ at ১০:৫৬ পূর্বাহ্ণ

পরিবেশের শর্ত ভঙ ও ক্ষতি সাধন করার অপরাধে সীতাকুণ্ডের কেএসএ স্টিল ও সীমা স্টিল মিলস এবং সীমা অটো রি রোলিং মিলসকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়। গতকাল বুধবার শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ এবং পরিবেশের ক্ষতি সাধন করার অপরাধে কেএসএ স্টিল (শিপব্রেকিং ইয়ার্ড)কে ২ লক্ষ টাকা, সীমা স্টিল মিলসকে ৩ লক্ষ টাকা এবং সীমা অটো রি রোলিং মিলসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উক্ত তিনটি প্রতিষ্ঠান পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ করেছে। এছাড়া তারা পরিবেশের ক্ষতি সাধন করেছে। এই অপরাধে ৩ প্রতিষ্ঠানকে শুনানিতে ডাকা হয়। শুনানিকালে প্রতিষ্ঠানগুলোকে মোট ৫ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধগ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ৫ বসতঘর
পরবর্তী নিবন্ধঅপহরণের পর দুই বন্ধু মিলে কিশোরীকে ধর্ষণ