একাত্তরের সাতই মার্চের
বঙ্গবন্ধুর ভাষণ
বাঙালিদের দিয়ে গেলো
গৌরবের এক আসন।
সেই ইতিহাস কথা বলে
ইতিহাসের পাতায়
মুকুট হয়ে পাচ্ছে শোভা
বাঙালিদের মাথায়।
ভাষণ শুনে বীর বাঙালি
অস্ত্র নিলো কাঁধে
যুদ্ধ নামক মরণ খেলায়
মনকে সাথে বাঁধে।
সেই ভাষণেই স্বাধীনতার
বীজ রোপিত জানো
মর্ম বুঝো, সত্যিকে তাই
সত্যি বলে মানো।