কন্ঠে ছিল স্বাধীনতা

আ.ফ.ম.মোদাচ্ছের আলী | বুধবার , ১০ মার্চ, ২০২১ at ৮:৩৯ পূর্বাহ্ণ

বজ্রকন্ঠ গর্জনে তাঁর
রেসকোর্সের ঐ মাঠ কাঁপে,
পাকিস্তানি হয় হতবাক
বীর মানুষের সেই চাপে।

বীর বাঙালি শপথ নিল
জয় বাংলাতে ধ্বনি দিল
উঠলো জেগে দেশ
সাতই মার্চের ওই শপথে
আজকের বাংলাদেশ।
কন্ঠ ঝরা আগুন ছিল
স্বাধীনতার মন্ত্র ছিল
দাবায়ে রাখার নয়
শেখ মুজিবের সেই ভাষণে
দূর করে দেয় সব ভয়।
সেই শপথে হয় বলিয়ান
ছাত্র শ্রমিক সকল
কন্ঠে সবার স্বাধীনতা
কাটে মনের ধকল।

পূর্ববর্তী নিবন্ধগৌরবের সেই ভাষণ
পরবর্তী নিবন্ধসাত মার্চ, একাত্তর