আমরা ২২ নং ওয়ার্ড এনায়েত বাজার, গোয়াল পাড়ার পশ্চিম দিকের বাসিন্দা। এই এলাকায় ওয়াসার পানি রাস্তার উপরিভাগের অংশে বেশ কিছুদিন ধরে পানি পাওয়া যাচ্ছে না। এমন কি পানির মোটর ব্যবহারে ও পানি উঠছে না। চট্টগ্রাম ওয়াসার জুবলি রোড শাখায় মোবাইল ফোনে বিনীতভাবে অনুরোধ করেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ফলাফল পাচ্ছি না।
অত্র পাড়ায় প্রায় বাড়িতে গভীর নলকূপ থাকায় তারা এই ব্যাপারে নাক গলায় না বিধায় আমরা পড়েছি মহা বিপদে। আর কিছু অনুমোদনহীন পানির লাইন নিয়ে রাস্তার পাশের অংশে দেদারছে ব্যবহার করছে। যা দেখার কেউ নেই। আমরা ওয়াসাকে অবগত করতে চাই যেন পানির আশু ব্যবস্থা করে দেন।
এলাকাবাসীর পক্ষে
অশোক ঘোষ, বিলু ঘোষ, রনজিত ঘোষ ও বাবুল দে।
গোয়ালপাড়া, এনায়েত বাজার,
চট্টগ্রাম।