গোল্ডেন গ্লোবে ইতিহাস গড়লেন পরিচালক ক্লোয়ি ঝাও

| মঙ্গলবার , ২ মার্চ, ২০২১ at ১১:০৪ পূর্বাহ্ণ

গোল্ডেন গ্লোব ২০২১-এর আসরে সেরা ছবি (ড্রামা) বিভাগে পুরস্কার জয় করেছে সার্চলাইট পিকচার্স’য়ের ‘নোম্যাডল্যান্ড’। ছবির নির্মাতা চাইনিজ বংশভূত ক্লোয়ি ঝাও সেরা পরিচালক হিসেবে নির্বাচিত হয়ে এই বিভাগে নারী নির্মাতা হিসেবে দ্বিতীয় এবং এশীয় বংশভূত হিসেবে প্রথম নির্বাচিত হয়ে গ্লোডেন গ্লোবের জগতে ইতিহাস গড়লেন। কমেডি বিভাগে সেরা ছবির পুরস্কার জয় করে ‘বোরাট সাবসিকোয়েন্ট মুভিফ্লিম’। আর এই ছবির জন্য ‘বেস্ট অ্যাক্টর ইন এ মোশন পিকচার্স- কমেডি অর মিউজিক্যাল’ বিভাগে সেরা হিসেবে নির্বাচিত হন ইংলিশ কৌতুকাভিনেতা, নির্মাতা ও প্রযোজক সাশা ব্যারন কোহেন। ‘দি ইউনাইটেড স্টেটস ভার্সেস বিলি হলিডে’ ছবিতে অভিনয় পারদর্শীতার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জয় করেন অ্যান্ড্রা ডে। প্রয়াত অভিনেতা চ্যাডউইক বোজম্যান ‘মা রেইনি’স ব্ল্যাক বটম’ ছবির জন্য সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত হন। এছাড়া সেরা মৌলিক সংগীত ও সেরা অ্যানিমেইশন, এই দুই বিভাগেই গোল্ডেন গ্লোব জয় করে ‘সৌল’।
হলিউড ফরেইন প্রেস অ্যাসোসিয়েশন’য়ের সদস্যদের ভোটের মাধ্যমে এই সম্মানজনক গোল্ডেন গ্লোব পুরস্কার প্রদান অনুষ্ঠান যথারীতি সঞ্চালনার দায়িত্বে চিলেন টিনা ফে এবং অ্যামি পোহেলার। তবে মহামারীর কারণে হলিউডের অতি চর্চিত এ পুরস্কার অনুষ্ঠান এ বার হল অনলাইনে। লাল গালিচায় পা ফেলা সেই ফ্যাশন মহিমা দেখার আনন্দও এ বার মিলবে না ভেবে মন খারাপ হচ্ছিল অনেকেরই। তবে হতাশ করেননি তারকারা। বাড়ি থেকে হোক বা হোটেলের ঘর, অনুরাগীদের মন রাখতে সাজের চমক বাদ গেল না। তারকাদের ঝলমলে গাউন থেকে স্যুটের বাহার, নজর কাড়ল সকলের। অনুষ্ঠানে নিউ ইয়র্কের রকফেলার সেন্টারের রেইনবোর রুম থেকে যোগ দেন মার্কিন অভিনেত্রী টিনা ফে এবং লস অ্যাঞ্জেলেস’য়ের বেভারলি হিল্টন থেকে অংশ নেন অভিনেত্রী অ্যামি পোহেলার। দেশি-বিদেশি চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানের জন্য ১৯৪৪ সাল থেকে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন পুরস্কারটির আয়োজন করে আসছে। এটা হলিউডের জন্য তহবিল সংগ্রাহক হিসেবে কাজ করে।

পূর্ববর্তী নিবন্ধলেন্স গলে বিপাকে নায়িকা
পরবর্তী নিবন্ধছাড়পত্র পেল ‘চন্দ্রাবতীর কথা’