গোলাগুলির পর উখিয়ায় ৬ কোটি টাকার ইয়াবা জব্দ

উখিয়া প্রতিনিধি | রবিবার , ১৬ জানুয়ারি, ২০২২ at ৬:২৪ পূর্বাহ্ণ

উখিয়ায় বিজিবি-ইয়াবা কারবারির মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও ইয়াবা কারবারিরা পিছু হঠলে ঘটনাস্থল থেকে ৬ কোটি টাকা মূল্যের ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি। গতকাল শনিবার রাত দেড়টার দিকে বালুখালীর কাটাপাহাড় সীমান্তে এ ঘটনা ঘটে।
কক্সবাজার-৩৪ বিজিবি অধিনায়ক মো. মেহেদি হোসাইন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কতিপয় ইয়াবা ব্যবসায়ী মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের সংবাদ গোপন সূত্রে পেয়ে বিজিবির একটি দল সীমান্তের ২১ নম্বর পিলারের কাছে বালুখালী কাটাপাহাড় এলাকায় অবস্থান নেয়। রাত প্রায় দেড়টার দিকে ৪/৫ জন লোক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহলদল তাদেরকে থামতে সংকেত দেয়। কিন্তু সশস্ত্র ইয়াবা পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এসময় দায়িত্বরত বিজিবি সদস্যরা পাল্টা ফায়ার করলে চোরাকারবারিরা দ্রুত নাফ নদী হয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি টাকা বলে জানান ওই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধফিশারিঘাট থেকে ৪০০ কেজি পিরানহা ও জেলিযুক্ত চিংড়ি জব্দ
পরবর্তী নিবন্ধবেপারিপাড়ায় গভীর রাতে আগুন পুড়ল স্কুল ও রিকশা গ্যারেজসহ ১৯ কাঁচা ঘর