ফিশারিঘাট থেকে ৪০০ কেজি পিরানহা ও জেলিযুক্ত চিংড়ি জব্দ

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৬ জানুয়ারি, ২০২২ at ৬:২২ পূর্বাহ্ণ

নগরের ফিশারিঘাট থেকে ৪০০ কেজি নিষিদ্ধ পিরানহা ও জেলিযুক্ত গলদা চিংড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় এক মৎস্য ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে গতকাল সকালে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুল ইসলাম।
অভিযানে অংশ নেয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী দৈনিক আজাদীকে বলেন, মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে জেলিযুক্ত গলদা চিংড়ি বিক্রির অপরাধে মুজাহিদুল ইসলাম নামে এক মাছ ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মাছগুলো সমাজসেবার আওতাধীন বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযানে অন্যান্যের মধ্যে অংশ নেন চট্টগ্রাম বিভাগের মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সাত্তার, চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলি, সিনিয়র সহকারী পরিচালক ওয়াহিদুর রহমান মজুমদার, খামার ব্যবস্থাপক আবু তৈয়ব, মৎস্য জরিপ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় স্কুলশিক্ষককে কুপিয়ে জখম করল বোনজামাই
পরবর্তী নিবন্ধগোলাগুলির পর উখিয়ায় ৬ কোটি টাকার ইয়াবা জব্দ