গৃহকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়াসহ ৭ দফা

| বৃহস্পতিবার , ২৩ মে, ২০২৪ at ৯:৪৮ পূর্বাহ্ণ

গৃহকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয়া এবং সরকারিভাবে ন্যূনতম মজুরি ঘোষণা ও আর্মি রেটে রেশনিং ব্যবস্থা চালুসহ ৭ দফা দাবিতে গৃহকর্মী অধিকার রক্ষা কমিটি চট্টগ্রাম জেলার উদোগে গতকাল বুধবার ২ নং গেইট মোড়ে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি আসমা আক্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান, গণ অধিকার চর্চা কেন্দ্রের সদস্য সচিব মশিউর রহমান খান, ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক, আঞ্জু আরা বেগম, পারুল আক্তার, মুসলিমা,নূপুর বেগম প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন গৃহকর্মী অধিকার তোফাতুল জান্নাত। ডা. মাহফুজুর রহমান বলেন, লক্ষ লক্ষ গৃহকর্মী বাসা বাড়িতে শ্রম দিয়ে জীবিকা অর্জন করেন। অথচ দুঃখজনক হলো,স্বাধীনতার এত বছর পরেও তাঁদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। অর্থনীতিতে তাঁদের প্রদত্ত শ্রমের মূল্য হিসাব করার কোন উদ্যোগ নেই।তাঁদের শ্রমের কোন সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করা হয়নি,অথচ তাঁদের ছাড়া আমাদের নাগরিক জীবন প্রায় অচল। আশাপ্রদ হচ্ছে,গৃহকর্মীরা তাঁদের অধিকারের দাবিতে সংগঠিত ও সোচ্চার হয়েছেন। নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে সংগঠন শক্তিশালী করতে হবে এবং জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে। শেষে একটি মিছিল ২ নং গেট থেকে মুরাদপুর হয়ে ষোলশহর স্টেশনে এসে শেষ হয়।

বক্তারা দাবি আদায়ের লক্ষ্যে গৃহশ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা গৃহকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি, সরকারিভাবে ন্যূনতম মজুরি ঘোষণাসহ ৭ দফা মেনে নেওয়ার দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটেকসই ও নিরাপদ রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়া বাংলাদেশের পাশে থাকবে
পরবর্তী নিবন্ধওয়েল গ্রুপের সৈয়দ নজরুল ইসলাম চিটাগাং চেম্বারের নতুন পরিচালক