গুপ্তছড়া ঘাটে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ যাত্রী

সন্দ্বীপ প্রতিনিধি | শনিবার , ২৭ মে, ২০২৩ at ৬:১৭ পূর্বাহ্ণ

সন্দ্বীপ গুপ্তছড়া ঘাটে স্বাভাবিকের চেয়ে বেড়েছে যাত্রীদের সংখ্যা। গতকাল শুক্রবার সকালসন্ধ্যা সরেজমিনে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। জানা যায়, গত বৃহস্পতিবার সন্দ্বীপে উপজেলা পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সন্দ্বীপচট্টগ্রাম নৌপথে চলাচলকারী সবধরনের নৌযান বন্ধ ছিল। এদিকে গতকাল শুক্রবার সাগর উত্তাল থাকায় স্পিডবোটও বন্ধ থাকে। ফলে একদিকে যাত্রী অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চট্টগ্রাম অভিমুখে ভিড় লেগে যায়। এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে অবস্থানরত সন্দ্বীপের ভোটারদের অনেকে ভোট প্রদান ও নির্বাচনী কাজেও অংশগ্রহণ করার জন্য আসায় যাত্রীদের সংখ্যা স্বাভাবিকের চেয়েও বেশি হয়ে যায়।

বিআইডব্লিউটিসির কমিশন এজেন্ট ইকরাম উদ্দিন ফরহাদ জানান, আজকে (শুক্রবার) এমভি আইভি রহমান দুইটি ট্রিপ দিয়েছে। সকালের ট্রিপে সন্দ্বীপ থেকে ৫১৫ জন আর চট্টগ্রাম থেকে ৩০২ জন যাত্রী এবং দুপুর সাড়ে ১২টায় সন্দ্বীপ থেকে ৩২৫ জন আর চট্টগ্রাম থেকে ২৬০ জন যাত্রী স্টিমারে যাতায়াত করেন। ইয়ুথ ক্লাব অব চিটাগংসন্দ্বীপের সভাপতি মাহবুবুল মাওলা দৈনিক আজাদীকে বলেন, উঠানামার ব্যবস্থা সহজ ও নিরাপদ করতে পারলে সন্দ্বীপের যাত্রীরা আরো বেশি স্টিমারে যাতায়াত করবে বলে আশা করি। এছাড়া বিআইডব্লিউটিএর অনুমোদনবিহীন নৌযান গুলো সন্দ্বীপচট্টগ্রাম নৌরুটে বন্ধ করে বৈধ নৌযানের সংখ্যা বাড়াতে হবে।

পূর্ববর্তী নিবন্ধক্ষতিগ্রস্ত সেন্টমার্টিনে হুমকির মুখে পরিবেশ ও জীববৈচিত্র্য
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা