গুপ্তছড়া-কুমিরা রুটে জাহাজের সময়সূচি পরিবর্তন করা হোক

| বুধবার , ১৭ জানুয়ারি, ২০২৪ at ৬:৪১ পূর্বাহ্ণ

মূল ভূখণ্ড থেকে বিছিন্ন চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপ। চট্টগ্রামের সাথে যাতায়াতের প্রধান মাধ্যম নৌপথ। এই রুটে বিভিন্ন প্রকার নৌযান থাকলেও দ্বীপবাসীর প্রথম পছন্দ বিআইডব্লিউটিএ কর্তৃক প্রদত্ত জাহাজ। যা অন্য নৌযান থেকে নিরাপদ। জাহাজটি সন্দ্বীপ হতে সকাল ৭ টায় চট্টগ্রামের উদ্দেশ্য ছেড়ে আসে। সন্দ্বীপের প্রত্যন্ত অঞ্চল থেকে এই কুয়াশাচ্ছন্ন ভোরে এসে জাহাজ ধরা বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধাদের জন্য খুবই কষ্টকর ও দুর্বিষহ হয়ে উঠে। দ্বীপবাসীর সুবিধার্থে শীত মৌসুমে জাহাজ ছাড়ার সময়সূচি পরিবর্তন করা সময়ের দাবী। জাহাজ ছাড়ার সময়সূচি অন্যান্য মৌসুমে ঠিক রেখে শুধুমাত্র শীত মৌসুমে অর্থাৎ ডিসেম্বরফেব্রুয়ারি মাসে জাহাজ ছাড়ার সময়সূচি পরিবর্তন করা হোক। গুপ্তছাড়া ঘাট হতে সকাল ৭ টার পরিবর্তে সকাল ৮ টায় এবং কুমিরা ঘাট হতে সকাল ১০ টার পরিবর্তে সকাল ১১ টায় ছাড়ার সবিনয়ে অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে মাননীয় এমপি মহোদয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। আশাকরি কর্তৃপক্ষ দ্রুতসময়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।

মো: রবিউল আলম রবিন

মুছাপুর, সন্দ্বীপ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধসুচিত্রা সেন : বাঙালির স্বপ্নের নায়িকা
পরবর্তী নিবন্ধকবির জ্ঞান