গুজরা বোর্ড স্কুলে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ মার্চ, ২০২৩ at ১০:৪০ পূর্বাহ্ণ

রাউজান পশ্চিম গুজরা ইউনিয়নের গুজরা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত ৯ মার্চ সম্পন্ন হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ। ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাসান ছিদ্দিকী খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি শিক্ষা কর্মকর্তা বিষু দে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাঈমা হক, সমাজসেবক মোহাম্মদ রফিক, জাহেদুল আলম, আবু তৈয়ব,মেম্বার মোহাম্মদ লোকমান, প্রকাশ দাশ,পিংকু সেন, সত্যরঞ্জন দাশ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধজেন্ডার বৈষম্য দূর করতে সবাইকে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধ১ম বিভাগ ক্রিকেট লিগে চসিক গ্রীনের জয়লাভ