গীতিকার বিশুর ২ মেয়ের দায়িত্ব নিলেন জেমস

| বুধবার , ২৫ জানুয়ারি, ২০২৩ at ৫:১২ পূর্বাহ্ণ

নড়াইলের লোহাগড়ায় জন্ম নেওয়া গীতিকার ও লেখক বিশু শিকদারের দুই মেয়ের দায়িত্ব নিলেন নগর বাউল খ্যাত জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশু শিকদারের স্ত্রী এ্যামেলি বেগম। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার ঢাকা থেকে সড়কপথে লোহাগড়া উপজেলার ধোপাদহ গ্রামের গীতিকার বিশু শিকদারের বাড়িতে আসেন জেমস। এসময় তিনি বিশু শিকদারের কবর জিয়ারত করেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সার্বিক সহযোগিতা এবং বিশুর সপ্তম শ্রেণি পড়ুয়া সঙ্গীতা সুকন্যা ও দ্বিতীয় শ্রেণি পড়ুয়া রাফিয়া রশ্নির সব দায়িত্বভার নেওয়ার আশ্বাস দেন তিনি। খবর বাংলানিউজের।

বিশু শিকদারের স্ত্রী এ্যামেলি বেগম বলেন, জেমস ভাইয়ের সাথে বিশু গভীর বন্ধুত্তপূর্ণ সম্পর্ক ছিল। দীর্ঘ দিন ধরে ভাইয়ের সঙ্গে কাজ করেছেন। গত সপ্তাহে ও দুইটা নতুন গান ভাইকে দিয়ে আসছেন।

যে দিন আমার স্বামী মারা যান জেমস ভাই অনেকবার যোগাযোগ করেছেন, খোঁজ নিয়েছেন। এখন বাড়িতে এসে আমার দুই মেয়ের সব দায়িত্ব নেওয়ার পাশাপাশি পরিবারের যেকোনো ধরনের সমস্যায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধপাইরেট্‌স হারালো মোহামেডানকে
পরবর্তী নিবন্ধজিয়ার সুরে ফাহমিদা নবীর গান