গাড়ির ধাক্কায় রক্তাক্ত, পড়েছিলেন রাস্তার পাশে

হাসপাতালে এনেও বাঁচানো গেল না

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৬ এপ্রিল, ২০২২ at ৬:০৫ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গা থানাধীন এয়ারপোর্ট এলাকায় গাড়ির ধাক্কায় মো. মামুন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মামুন এয়ারপোর্টের ট্রলিম্যান হিসাবে কাজ করতেন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এয়ারপোর্ট নেজাম মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন নগরীর ৪১ নং ওয়ার্ডে দক্ষিণ পাড়া এলাকার আবু সত্তর মোল্লার ছেলে।

জানা যায়, গাড়ির ধাক্কায় রক্তাক্ত অবস্থায় মামুন রাস্তার পাশে পড়ে ছিল। এ সময় পথচারী রাজমিস্ত্রি মো. ফিরোজ মোল্লা তাকে দেখতে পেয়ে উদ্ধার করেন। এরপর তিনি সিএনজি যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিয়ে যায়। সেখানে ২৮ নং ওয়ার্ডে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।

এই ব্যাপারে রাজমিস্ত্রি মো. ফিরোজ মোল্লা বলেন, তাকে কোন গাড়ি মেরে দিয়ে চলে গেছে আমি দেখিনি। সন্ধ্যা সাড়ে ৭টায় রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে আমি চমেক হাসপাতালে নিয়ে এসেছি। এখানে ডাক্তার মৃত ঘোষণা করেছেন। এখন হাসপাতালে তার মা-বাবা এসেছেন। সে এয়ারপোর্টের ট্রলিম্যান। আমার মনেহয় ইফতারের পর বাসা থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এয়ারপোর্টের নেজাম মার্কেটের সামনে তাকে গাড়ি মেরে দিয়ে চলে গেছে।

এই ব্যাপারে পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদিকুর রহমান বলেন, রাত সোয়া ৮ টার দিকে মামুনকে চমেক হাসপাতালে মো. ফিরোজ মোল্লা নামে একজন নিয়ে এসেছেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, কোন গাড়ির ধাক্কায় মারা গেছে তা জানা যায়নি। গাড়ি শনাক্তের চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনিরাপদ যাতায়াতের দাবিতে ব্যতিক্রমী মানববন্ধন
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় প্রবাসী ইউসুফ হত্যা মামলায় স্কুল শিক্ষক কারাগারে