গান কথামালা ও আবৃত্তিতে বোধনের রবীন্দ্র জন্মজয়ন্তী

| বুধবার , ১৯ মে, ২০২১ at ১১:০৩ পূর্বাহ্ণ

বোধন আবৃত্তি পরিষদের উদ্যোগে রবীন্দ্র জন্মজয়ন্তীর অনুষ্ঠানে বক্তারা বলেছেন, এদেশের প্রতিটি উত্থানে-পতনে, সংকটে আমাদের প্রেরণা রবীন্দ্রনাথ। অনলাইনে গত ৮ ও ১১ মে কবিগুরুর জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গত ৮ মে আমন্ত্রিত অতিথি ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ ও সংগীতশিল্পী আরিনা মুখার্জী। এ আয়োজনে ছিল কথামালা, আবৃত্তি ও গান। এ পর্বে সঞ্চালনায় ছিলেন বোধন আবৃত্তি পরিষদের সভাপতি সোহেল আনোয়ার। গত ১১ মে বোধনের নিয়মিত সাপ্তাহিক আবৃত্তিআড্ডা কবিতায় কথা কই-২৫৫ পর্বেও সংগঠনের আবৃত্তিশিল্পীরা অনলাইনে গান কবিতায় রবিঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন করেছে। আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক রাশেদ হাসান ও সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সভাপতি হাসান জাহাঙ্গীর। এতে আবৃত্তিতে অংশ নেন- সোহেল আনোয়ার, সঞ্জয় পাল, শুভ রক্ষিত, আরিয়ান হক, সুচয়ন সেনগুপ্ত, সাজ্জাদ চৌধুরী, পূর্ণা দাশ, জুলেখা আকতার, সুচিত্রা বৈদ্য, ঋতু সাহা, ঈশা দে, সেঁজুতি মজুমদার, শ্রাবনী বণিক, ঋতু ভট্টাচার্য্য, সুপ্তি দাশ, বিজয়া চক্রবর্তী, কলি সরকার, সিনথিয়া হোসেন স্নিগ্ধা, জয়িতা চৌধুরী, প্রীতি বড়ুয়া, সাকী বড়ুয়া, মৌসুমী দেব, জয়িতা চৌধুরী, অর্পিতা দত্ত, প্রিয়াংকা দাশ, সুনিপুন সেন গুপ্ত, অরুণিমা দাশ, জয়িতা দত্ত, শ্রেষ্ঠ বিশ্বাস, অন্বেষা দে, রাজদ্বীপ চৌধুরী, অরুন্ধতি বড়ুয়া, চিন্ময় চৌধুরী। রবীন্দ্রনাথের গান পরিবেশন করেন বাবলী কারন, পূর্ণা দাশ ও ঋতু সাহা। সঞ্চালনায় ছিলেন সাজ্জাদ চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আ. লীগ নেতা আহত
পরবর্তী নিবন্ধকর্ণফুলীর বোর্ড বাজারে ছুরিকাঘাতে যুবক খুন