গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

| শুক্রবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:১২ পূর্বাহ্ণ

ইসরায়েলি সৈন্যরা অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে। ফলে এই অঞ্চলে সহিংসতা বৃদ্ধির আশঙ্কা অব্যাহত থাকল। বৃহস্পতিবার ভোরের দিকে হামলা চালানো হয়। এর আগে গত সপ্তাহেই অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে হামলা চালায় ইসরায়েলি সৈন্যরা।

ইসরায়েলিদের লক্ষ্য করে ফিলিস্তিনিদের হামলার জবাবে হামলা চালানো হয়। জেনিনের ওই হামলায় ১০ ফিলিস্তিনি মারা যান। এই অস্থিরতার কারণে গাজায় ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি গোষ্ঠীগুলির মধ্যে গুলি বিনিময়ও শুরু হয়েছে। এর মধ্যেই বুধবার রাতে অবরুদ্ধ উপত্যকা থেকে রকেট হামলা চালানো হয়। এমন দাবি করে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস। খবর বাংলানিউজের।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, হামাসের রকেট ও অস্ত্র উৎপাদন কারখানা অঞ্চলে তারা বিমান হামলা চালিয়েছে। হামাসের মুখপাত্র কাসেম বলেন, আমাদের আলকাসাম ব্রিগেডস বীরত্বের সঙ্গে দখলদারদের আগ্রাসন এবং এর বোমা হামলার মোকাবিলা করেছে।

পূর্ববর্তী নিবন্ধবোমাবাজ ঢুকেছিল পুলিশের পোশাকে
পরবর্তী নিবন্ধকাজের খোঁজে পাকিস্তান ছাড়ছে শিক্ষিত তরুণরা