গাছ লাগান পরিবেশ বাঁচান

নাঈমুল ইসলাম | শনিবার , ৬ আগস্ট, ২০২২ at ৫:২৩ পূর্বাহ্ণ

পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ ভারসাম্য নষ্ট হওয়ার মূল কারণ মানুষের অনিয়ন্ত্রিত কর্মকাণ্ড। যেখানে সেখানে ময়লা আবর্জনা, মলমূত্র ত্যাগ, গাছপালা ধ্বংস করা, কীটনাশক ব্যবহার, নদী ভরাট, কলকারখানা ও যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া, ক্ষতি গ্যাস ও ধূলিকণা, ইটভাটা, কয়লা, প্লাস্টিক ইত্যাদির মাধ্যমে পরিবেশ ধ্বংস হচ্ছে। তাছাড়া ও পরিবেশ ধ্বংসের পিছনে অর্থনৈতিক কারণ অন্যতম। শিল্প বিপ্লবের ফলে গাছপালা, পাহাড়, উজাড় করে বিভিন্ন কলকারখানা, ঘরবাড়ি তৈরি করা হয়েছিল। সমাজের অর্থকে প্রাধান্য দেওয়ায় যেসব গাছ থেকে আর্থিক ভাবে লাভবান হতে পারছে না ঐসব গাছ ধ্বংস করা হচ্ছে। বর্তমানে দেশে বড় বড় প্রজেক্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে। ফলে চারপাশের পরিবেশ দূিষত হচ্ছে। দূষিত হচ্ছে বায়ু। একটি দেশে আয়তনের ২৫ শতাংশ বনভূমি দরকার।
পরিবেশ বাঁচাতে হলে সরকারি, বেসরকারি, এনজিও, সামাজিক সংগঠন, ব্যাক্তি, প্রত্যেক কে নিজ নিজ উদ্যোগে গাছ লাগাতে হবে এবং পরিবেশ সম্পর্কিত বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে পরিবেশ সম্পর্কে সচেতন করতে হবে। জাতীয় টেলিভিশন চ্যানেল, পত্র পত্রিকায় পরিবেশ বান্ধব অনুষ্ঠান সম্প্রচার করতে হবে। যেখানে সেখানে অপ্রয়োজনীয় প্লাস্টিক, পলিথিন ও ময়লা আবর্জনা ইত্যাদি ফেলা বন্ধ করতে হবে। কেন পরিবেশ ধ্বংস হচ্ছে? কী কী কারণে পরিবেশ ধ্বংস হচ্ছে এসব বিষয়ে জনগণকে সজাগ করতে হবে। আমাদের পরিবেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে।এই জন্য আমাদের উচিত পরিবেশ রক্ষার্থে কাজ করা।

পূর্ববর্তী নিবন্ধদেশের আর্থিক খাতে উন্নয়নের সম্ভাবনা সীমাহীন
পরবর্তী নিবন্ধএবং রবীন্দ্রনাথ