গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন স্কুলের দপ্তরি

পেকুয়া প্রতিনিধি | রবিবার , ৩ অক্টোবর, ২০২১ at ৭:৪৭ অপরাহ্ণ

ট্রান্সফরমার নষ্ট হয়ে বিদ্যুৎ নেই রাত থেকে। আর তাই সকালে বিদ্যুতের তারে জড়িয়ে থাকা গাছের ডালপালা কাটতে গাছে উঠেন মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি আবু মোহাম্মাদ ইউসুফ(৩৩) কিন্তু গাছেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।

আজ রবিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মগনামা ইউপির হাজি মৌলভী পাড়া এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত আবু মুহাম্মদ ইউছুপ একই এলাকার মৃত মাস্টার আবু ছৈয়দের ছেলে ও মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে নিহতের বাড়ি সহ তৎসংলগ্ন এলাকায় ট্রান্সফরমার নষ্ট হওয়ার কারণে বিদ্যুৎ ছিল না। সেই সুবাদে কিছু ডালপালা কেটে দেয়ার জন্য গাছে উঠেন আবু ইউছুপ কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিদ্যুতের তারে জড়িয়ে নিহত হন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউছুফ ডালপালা কাটতে গাছের একেবারে উপরে উঠলে বিদ্যুতের তার স্পৃষ্ট হন। এর কিছুক্ষণ পরই ইউসুফের নিথর দেহ পড়ে যায় নিচে। পরে বাড়ির লোকজন তাকে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পেকুয়া পল্লী বিদ্যুতের এজিএম দিপন চৌধুরী বলেন, “সকালে ওই বাড়ির লোকজন এসে বলেন তাদের ট্রান্সফরমারটা নষ্ট হয়েছে। আমরা তা দ্রুত সংস্কার করার কথা বললে তারা চলে যায় কিন্তু ট্রান্সফরমার নষ্ট হলেও বিদ্যুৎ লাইনের দু’টি তারের মধ্যে উপরের তারে সব সময় বিদ্যুৎ চলমান থাকে। সেই তারে অসাবধানতায় জড়িয়ে পড়েন ওই যুবক যে কারণে তার মৃত্যু হয়।”

এ বিষয়ে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, “আমরা খবর পেয়ে মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি ইউছুপের মরদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। পরে কারো কোনো অভিযোগ না থাকায় পরিবারের জিম্মায় মরদেহটি দিয়ে দেয়া হয়।”

সকালে সবার সামনে বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যুর ঘটনাটি ঘটেছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসাদার্ন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের ৬৬তম সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধশাহরুখের ছেলে প্রমোদতরী থেকে গ্রেপ্তার