শাহরুখের ছেলে প্রমোদতরী থেকে গ্রেপ্তার

পার্টিতে মাদক নেয়ার স্বীকারোক্তি

| রবিবার , ৩ অক্টোবর, ২০২১ at ৮:৫৬ অপরাহ্ণ

ভারতের মুম্বাই উপকূলে একটি প্রমোদতরীতে ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) অভিযানে আটক শাহরুখ খানের ছেলে আরিয়ান খানসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমগুলো এ খবর দিয়ে জানিয়েছে গতকাল শনিবার কর্ডেলিয়া নামের এক প্রমোদতরীর রাত্রিকালীন এক পার্টি থেকে মোট আটজনকে আটক করে এনসিবি। আজ রবিবার জিজ্ঞাসাবাদ শেষে তাদের মধ্য থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। বিডিনিউজ

আরিয়ান খান ছাড়াও গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচা। তারা তিনজন ছাড়াও আটকের পর যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন নূপুর সারিকা, ইসমীত সিং, মোহাক জাসওয়াল, ভিকরান্ত ছোকার, গোমিত চোপরা।

এনসিবি সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, প্রমোদতরীর পার্টিতে মাদক নিয়েছেন বলে স্বীকার করেছেন ২৩ বছর বয়সী আরিয়ান। ছয় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর তিনি এ স্বীকারোক্তি দেন।

এনসিবি’র একটি টিম যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া জাহাজে উঠেছিল বলে জানা গেছে।

সংস্থাটি জানিয়েছে, জাহাজের ওই পার্টি থেকে একসট্যাসি, কোকেইন, এমডি (মেফিড্রোন) ও চরস জব্দ করেছে তারা।

কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজটি মুম্বাই ত্যাগ করার পর পার্টি শুরু হয় আর তারপর থেকে তারা সাগরেই ছিল।

শাহরুখ ইতোমধ্যেই ছেলের জন্য প্রখ্যাত এক আইনজীবীকে নিয়োগ দিয়েছেন বলে প্রকাশিত প্রতিবেদনগুলো থেকে জানা গেছে।

গত বছর থেকেই ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো মাদকবিরোধী মামলাগুলোতে সক্রিয়ভাবে লড়ে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন স্কুলের দপ্তরি
পরবর্তী নিবন্ধমদ্যপ মেম্বারের কাণ্ড!