রাউজান গহিরা এ জে ওয়াই এম এস বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মতবিনিময় সভা নগরীর একটি রেস্টুরেন্টে গত ২ জানুয়ারি অ্যাডভোকেট আহমদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম।
সভায় প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ হতে বক্তব্য দেন, নাজমুল হক, বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম খান, মুজিবুর রহমান চৌধুরী, কামরুল হাসান বাদল, ডা. দীপক সরকার, ইফতেখার হোসেন খান চৌধুরী রুশনি, আলমগীর পারভেজ, ড. আবু ছৈয়দ প্রমূখ। সঞ্চালনায় ছিলেন মীর মোহাম্মদ সফিউল আলম নিজাম।
সভায় স্কুলের উন্নতি, শিক্ষার মান-উন্নয়ন, সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রীসহ শিক্ষকদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার লক্ষ্যে প্রাক্তন শিক্ষার্থী পরিষদ গঠনের ওপর গুরুত্বারোপ করে প্রধান অতিথি ফজলে করিম চৌধুরী বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং পরিষদের প্রাথমিক তহবিলের জন্য আর্থিক অনুদান প্রদানের ঘোষণা করেন।
এ সময় উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে অনেকে অনুদান প্রদান করেন। এরমধ্যে চেম্বার সভাপতি মাহবুবুল আলম ও তাঁর ভাইদের পক্ষ থেকেও অনুদান প্রদান করেন। সভায় মুজিবুর রহমানকে সভাপতি ও কামরুল হাসান বাদলকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি এবং বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাবকে প্রধান উপদেষ্টা করে ১৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিও গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।