গরমের পূর্বে এসি বিস্ফোরণ রোধে সচেতন হোন

| শনিবার , ১৮ মার্চ, ২০২৩ at ৫:৫৩ পূর্বাহ্ণ

বেশ কিছু দিন ধরেই ঢাকার বিভিন্ন স্থানে বিপজ্জনক বিস্ফোরণ ঘটেছে। বিষ্ফোরণের কারণ সঠিকভাবে জানা না গেলেও এসি বিস্ফোরণের ঝুঁকি উড়িয়ে দেয়া যায় না। গরম আসার সাথে সাথে এসির ব্যবহার আবারো শুরু হয়েছে। শীতে এসি দীর্ঘদিন বন্ধ পড়ে থাকার কারণে এসির রেফ্রিজারেন্ট লিক থেকে শুরু করে নানান ধরনের ত্রুটি দেখা দিতে পারে। তাছাড়া দীর্ঘদিন অচল পড়ে থাকার কারণে এসির আউটডোর এবং ইনডোরের ভিতরে ময়লা জমে এসি চলায় বাধা সৃষ্টি করতে পারে। দীর্ঘদিন পড়ে থাকা এসব এসিকে যদি ব্যবহারের পূর্বে টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা না করে ব্যবহার শুরু করি তাহলে ভয়াবহ বিস্ফোরণের ঝুঁকি তৈরি হয়। তাই আসুন আমরা সচেতন হয়ে নিজেদের এবং অন্য সকলের জীবনের ঝুঁকি বিবেচনা করে পুরাতন এসি ব্যবহারের পূর্বে টেকনিশিয়ান এনে পরীক্ষা করে সমস্যা চিহ্নিত করে মেরামত পূর্বক ব্যবহার করি।

মাজহারুল ইসলাম সৈকত

শিক্ষার্থী

ফেনী সরকারি কলেজ

পূর্ববর্তী নিবন্ধবুদ্ধদেব বসু : আধুনিক কাব্যধারার অন্যতম পথিকৃৎ
পরবর্তী নিবন্ধবসন্ত বন্দনা