গভীর রাতের চর

বিদ্যুৎ কুমার দাশ | বুধবার , ১৪ এপ্রিল, ২০২১ at ৭:৩৫ পূর্বাহ্ণ

হৃদয় সাম্পানে চার পড়া ভাটা ;
জল নেই, বালুচরে
ছটফট মাছ, ঘাই……….

এতদ্‌ সময়ে লাইটপোস্টেরনিচে
বিদ্যাসাগর হয়তো;
রবীন্দ্রনাথ হয়তো
দহনে দহনে ছাই ;

হৃদয়সাম্পানেআমার,আঁধারচরে
তোমার সাগর জলে
রঙের ফানুস ওড়ে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ তুমি অগ্নির পুস্তক
পরবর্তী নিবন্ধস্বাধীনতার পঞ্চাশ