গণসঙ্গীত লোকনৃত্য

উদীচী রাঙামাটি জেলা

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ১৪ মে, ২০২২ at ১০:৫৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাঙামাটি জেলা সংসদের অষ্টম জেলা সম্মেলন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে শহরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় রাঙামাটির বিভিন্ন স্কুল-কলেজের শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিষয় ছিলো- দেশাত্মবোধক গান, গণসঙ্গীত, লোকনৃত্য ও চিত্রাংকন।

সাংস্কৃতিক প্রতিযোগিতায় উদীচী জেলা সংসদের সভাপতি অমলেন্দু হাওলাদারের সভাপতিত্বে প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, সঙ্গীত শিল্পী ও রাঙামাটি পৌর কাউন্সিলর কালায়ন চাকমা, রাণীদয়াময়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী, সঙ্গীত শিল্পী মিলন ধর, নৃত্য শিল্পী মৌসুমী চাকমা, জোনাকী ত্রিপুরা, ত্রিপনা চাকমা, চিত্রশিল্পী মো. ইব্রাহিম ও শিক্ষক মিন্টু বড়ুয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি উদীচীর ৮ম জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আশীষ কুমার চৌধুরী, খোরশেদ আলম খোকন, সাগর পাল, বিজয় ধর, অনুজ চৌধুরী, বিপ্লব চৌধুরী, ঈশা ত্রিপুরা, সঞ্জীব বড়ুয়া।

আগামী ২০ মে বিকাল ৪টায় রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে বলে জানিয়েছেন উদীচী রাঙামাটি জেলা সংসদের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশ ও পটিয়ায় তিন ভেন্যু পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ
পরবর্তী নিবন্ধবলিউডের ‘পুরুষতন্ত্র’ নিয়ে ক্ষুব্ধ কিয়ারা