খেলাঘর চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সভা গত ৯ ফেব্রুয়ারি কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খেলাঘর উত্তর জেলার সভাপতি সাংবাদিক শোরশেদ আলম। উত্তর জেলার সাধারণ সম্পাদক শোভন সেনগুপ্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ আবুল কাসেম, তপন দাশ, শুকলা আচার্য্য, প্রদীপ মল্লিক, সনজিৎ নন্দী, মো. শহিদুল্লাহ, টিংকু কুমার ভৌমিক, আহমেদ হোসেন নিজামী, বাবুরাম শীল, অসিত নন্দী, দেবাশিষ পাল ও দেবব্রত দাশ। প্রেস বিজ্ঞপ্তি।