খুব ইচ্ছে হয়

মহীবুল আজিজ | বৃহস্পতিবার , ৮ আগস্ট, ২০২৪ at ৭:০৫ পূর্বাহ্ণ

খুব ইচ্ছে হয় একসঙ্গে দু’জনে কপ্টারেতে উড়ি,

যথেষ্ট উচ্চতা থেকে চোখে পড়বে না কোনোই ক্ষত।

অনেক ওপরে দু’জন নির্জনে ইচ্ছেমত ঘুরি,

নিচেকার মানুষকে দেখা যাবে ঠিক পুতুলের মত।

প্রাইভেসি বলে কথা, নিঃসন্দেহে আমিই চালক,

আর তুমি থাকবে হেলিকপ্টারের একমাত্র যাত্রী।

তুমি মূল পাঠ্য, আমি কালক্রমে উত্তীর্ন স্নাতক,

দিন তো বটেই, থাকবো উড্ডীণ সারাটা রাত্রি।

তবে কথা আছেলাগামখানা রাখা শক্ত হাতে ধরা,

বেলাগাম হলে পরে নিকটেই ভারতসীমান্ত।

ওড়ার শপথ হলো ধরাটাকে জ্ঞান করবো না সরা,

ব্যত্যয় হলেই এক গুলিতেই হবে জীবনান্ত।

আমরা থাকবো বুঁদ আমাদের নিজস্ব সীমানায়,

সীমানা পেরোতে চাইলে যেতে হবে ঠিক দূতাবাসটায়।

পূর্ববর্তী নিবন্ধদুঃখ পোষা কবি
পরবর্তী নিবন্ধগড়ে উঠুক অন্তর্ভুক্তিমূলক সমতাভিত্তিক মানসম্মত শিক্ষা ব্যবস্থা