খুনে রাঙা গল্প আমার বর্ণমালার

ফারহানা ইসলাম রুহী | সোমবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৪৪ পূর্বাহ্ণ

সেদিন শান্ত শহরের ঘুম ভেঙেছিল

মুহূর্মুহূ গুলির শব্দে,

পিচ ঢালা পথ ভিজেছিল

তাজা রক্তের স্রোতে।

এই মাটি পুড়ে অঙ্গার

ক্ষোভের দাবানলে,

সেই শোকের মাতম বয়ে যাবে

এই বাংলায় সহস্র বছর ধরে।

তেজদীপ্ত স্লোগানে ছিল দাবী একটাই!

রাষ্ট্র ভাষা, বাংলা চাই!

তোমার ভাষা আমার ভাষা

রাষ্ট্র ভাষা বাংলা চাই!

মায়ের ভাষায় লিখতে চাই! বলতে চাই!

উর্দু নয়! বাংলা চাই!

হে ভাষা শহীদ, তোমাদের ভুলি নাই!

হে মায়ের বীর পুত্র! তোমাদের ক্ষয় নাই।

খুনে রাঙা গল্প আমার বর্ণমালার

সেই কষ্টে আজও বুকটা জুড়ে হাহাকার।

পূর্ববর্তী নিবন্ধহালদা এবং ধুরুং খাল সংস্কারের আবেদন
পরবর্তী নিবন্ধএকুশের চেতনা হোক অসামপ্রদায়িক বাংলাদেশ