খাদ্যশস্য নিয়ে ইউক্রেন ছেড়েছে আরও ৪ জাহাজ

| মঙ্গলবার , ৯ আগস্ট, ২০২২ at ৮:৩৬ পূর্বাহ্ণ

ইউক্রেনের দুটো বন্দর থেকে খাদ্যশস্য ও সূর্যমুখী তেলবাহী চার জাহাজ ছেড়ে গেছে। সাগরের নিরাপদ করিডোর দিয়ে ইউক্রেন থেকে খাদ্যশস্য ও সূর্যমুখী তেলবাহী আরও চারটি জাহাজ ছেড়ে গেছে। রোববার ইউক্রেনের ওদেসা ও চরনোমর্স্ক বন্দর থেকে জাহাজ চারটি রওনা দিয়েছে। এগুলো বসফরাস প্রণালী পাড়ি দিয়ে তুরস্কে যাবে। সেখানে রাশিয়া-ইউক্রেন শস্য রপ্তানি চুক্তির আওতায় জাহাজগুলোতে তল্লাশি চালানো হবে। এরপর দুটি হাজার তুরস্কে নোঙর করবে এবং বাকি দুটো ইতালি ও চীনে রওনা দেবে। রোববার ইউক্রেনের চরনোমর্স্ক বন্দরে পৌঁছানো আরেকটি খালি জাহাজও রপ্তানি শস্য ভরার জন্য প্রস্তত রয়েছে বলে জানিয়েছে বিবিসি। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর ইউক্রেনের বন্দরগুলোতে লাখ লাখ টন খাদ্যশস্য আটকা পড়ে ছিল। গত মাসে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন শস্য রপ্তানি চুক্তি হয়। এরপর গত সপ্তাহের সোমবার প্রথম জাহাজ শস্য নিয়ে ইউক্রেনের ওদেসা বন্দর ছেড়েছিল। পরে গত শুক্রবার কৃষ্ণসাগরের বন্দরগুলো থেকে শস্যবাহী আরও তিন জাহাজ গন্তব্যে রওনা হয়।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৮.৩৭ কোটি টাকা
পরবর্তী নিবন্ধচীনে মিয়ানমারের রাষ্ট্রদূতের মৃত্যু