খাতুনগঞ্জে ভেজাল টেস্টিং সল্ট প্রতিষ্ঠানকে জরিমানা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২২ আগস্ট, ২০২২ at ৫:৫৩ পূর্বাহ্ণ

নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৪ প্রতিষ্ঠানকে ২ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল রোববার (২১ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর খাতুনগঞ্জ ও কে সি দে সড়ক এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অধিদফতরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান বলেন, খাতুনগঞ্জের একটি ভবনের তৃতীয় তলায় ভেজাল টেস্টিং সল্ট প্যাকেট করার সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের টিম উপস্থিত হয়। এতে প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউনূস অ্যান্ড সন্সকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া নগরীর কে সি দে সড়ক এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৩টি ফার্মেসিকে ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধডা. সেব্রিনা ফ্লোরা লাইফ সাপোর্টে
পরবর্তী নিবন্ধনগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবুসহ ৬ জনের বিচার শুরু