নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবুসহ ৬ জনের বিচার শুরু

প্রবাসীর চাঁদাবাজি মামলা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২২ আগস্ট, ২০২২ at ৫:৫৩ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশ থানায় বন্ধন নাথ নামের এক প্রবাসীর দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। বাকি ৫ আসামি হলেন, এটিএম মঞ্জুরুল ইসলাম রতন, আবু নাছের চৌধুরী আজাদ, একেএম নাজমুল আহসান, মো. ইদ্রিস মিয়া ও মো. ইমরান হোসেন জিয়া। গতকাল চট্টগ্রামের ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস
আক্তার আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর এ আদেশ দেন। এ সময় আসামিরা কাঠগড়ায় হাজির ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী তসলিম উদ্দীন আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের পক্ষে অব্যাহতির আবেদন করা হয়। অন্যদিকে রাষ্ট্রপক্ষে চার্জগঠনের জন্য আবেদন করি আমরা। একপর্যায়ে আদালত চার্জগঠন করে আসামিদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি বন্ধন নাথ নগরীর পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৬ সালে পাঁচলাইশের নাসিরাবাদ এলাকায় ক্রয়কৃত জায়গায় পুরাতন ভবন ভেঙে নতুন ভবন করতে চাইলে আসামিরা তাতে বাধা দেন এবং কোটি টাকা চাঁদা দাবি করেন এবং একপর্যায়ে বাদীকে মারধর করেন। পরে বাদী আসামিদের ৭০ লাখ টাকা দিতে বাধ্য হন। এজাহারে আরো বলা হয়, বাকি ৩০ লাখ টাকা পরিশোধ
করতে ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি চাপ দেন আসামিরা। এতে বন্ধন নাথ ভবনের কাজ বন্ধ রাখতে বাধ্য হন। একপর্যায়ে নিরুপায় হয়ে তিনি আইনের আশ্রয় নেন। আদালত সূত্র জানায়, মামলা দায়ের পরবর্তী ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে
চার্জশিট দেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও তৎকালীন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. ওয়ালী উদ্দিন আকবর।

পূর্ববর্তী নিবন্ধখাতুনগঞ্জে ভেজাল টেস্টিং সল্ট প্রতিষ্ঠানকে জরিমানা
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ট্রলারডুবি সাত জেলের মরদেহ উদ্ধার