খাজা গরীবে নেওয়াজের (রহ.) আবির্ভাবে উপমহাদেশে ইসলামের পতাকা সুদৃঢ় হয়

নাছিরাবাদে মাহফিলে বক্তারা

| রবিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:১৫ পূর্বাহ্ণ

হযরত খাজা গরীবে নেওয়াজের (রহ.) আবির্ভাবে উপমহাদেশে ইসলামের পতাকা সুদৃঢ় হয়। অসংখ্য লোক ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেন। খাজা বাবা (রহ.) ছিলেন হুজুরে করিম (.) এর মূর্ত প্রতীক। তাঁর অমায়িক আচরণ, বদান্যতা, পরোপকার এবং কেরামতের প্রতি আকৃষ্ট হয়ে অধিক লোক ইসলামের পতাকাতলে আশ্রয় নেন। সম্প্রতি নাছিরাবাদ ৮নং ওয়ার্ডে হযরত খাজা মহিউদ্দীন চিশতীর (রহ.) বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আয়োজিত মাহফিলে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

মহানগর আওয়ামী লীগ নেতা মামুনুর রশীদ মামুনের উদ্যোগে আয়োজিত মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নাছিরাবাদ শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ উল্লাহ ফারুকি।

উপস্থিত ছিলেন শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী, আকতার ফারুক, আনোয়ার মিয়া, হাজী নজরুল ইসলাম, জাহিদুল আলম, আবু সাঈদ সুমন, সাইফুল ইসলাম, হাজী আবু বক্কর চৌধুরী, আবুল হোসেন আবু, মোহাম্মদ আলী চৌধুরী, খোরশেদ আলম বাসেদ, সৈয়দ মোরশেদ আলম, বিপ্লব মিত্র, হাজী মো. সেলিম, আজিজুর রহমান, নুরুল আলম মিয়া, আবু সুফিয়ান, আবু নাঈম চৌধুরী মুকুল, ওমর ফারুক সুমন, মো. ইকবাল, রোকন উদ্দিন, জালাল উদ্দিন বাবু, এম আর এ হৃদয়, মো. রিপন, মো. মিরাজ রাহী, রিশাদ আলী, মো. তুষার, মো. সোয়াদ, আকিবুল ইসলাম ফরহাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমিথ্যাচার না করে নতুন শিক্ষাক্রমের গঠনমূলক আলোচনা করার আহ্বান শিক্ষামন্ত্রীর
পরবর্তী নিবন্ধঘুমধুমে বিদেশি সিগারেট ও বিয়ার জব্দ