খাগড়াছড়িতে বিধবাকে ধর্ষণ-হত্যার অভিযোগে একজন আটক

| রবিবার , ২৬ ডিসেম্বর, ২০২১ at ৪:৫৬ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বিধবাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে একজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ জানান, জিজ্ঞাসাবাদে আসামি দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তার আবুল কালাম (৪৯) মাটিরাঙ্গা উপজেলার পশ্চিম মুসলিমপাড়া গ্রামের আবদুস সাদেকের ছেলে। দিনমজুরি করে জীবিকা চালান তিনি। খবর বিডিনিউজের।
পুলিশ সুপার গতকাল শনিবার বিকেলে সাংবাদিকদের বলেন, গত ২০ ডিসেম্বর ওই এলাকার ৪৫ বছর বয়সী এক বিধবার বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে গলিত মরদেহ উদ্ধার করে। এর দুই দিন পর তার ছেলে মাটিরাঙ্গা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। এই বিধবা মানুষের বাড়িতে কাজ করতেন। তার চার ছেলেমেয়ে রয়েছে।
পুলিশ সুপার বলেন, ঘটনার তদন্তে নেমে পুলিশ তথ্যপ্রযুক্তির সাহায্যে আবুল কালামকে গত বৃহস্পতিবার রাতে ওই গ্রাম থেকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে কালাম স্বীকার করেন, গত ১৫ ডিসেম্বর রাতে বিধবাকে একা পেয়ে ধর্ষণ করেন। পরে বিয়ে নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করেন আবুল কালাম। গত শুক্রবার খাগড়াছড়ির জ্যেষ্ঠ বিচারিক হাকিম সেজুতি জান্নাতের আদালতে হাজির করা হলে কালাম দোষ স্বীকার করে জবানবন্দি দেন বলে জানান পুলিশ সুপার।

পূর্ববর্তী নিবন্ধবড় বড় মর্মান্তিক ঘটনা দেখেও দেখছে না বিশ্ব : পোপ
পরবর্তী নিবন্ধআত্মশুদ্ধির মাধ্যমে সুখ-শান্তির প্রত্যাশা