ক্ষতিপূরণের দাবিতে পরিবহন ধর্মঘটের ডাক

বিএম ডিপোতে অগ্নিকাণ্ড

| মঙ্গলবার , ১৪ জুন, ২০২২ at ৭:২২ পূর্বাহ্ণ

বিএম কন্টেনার ডিপোর অগ্নিকাণ্ডে হতাহত পরিবহন শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে ২৪ জুলাই চট্টগ্রাম অঞ্চলে ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। গতকাল সোমবার নগরীর বিআরটিসি মার্কেটের কার্যালয়ে ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছার ফেডারেশনভুক্ত ৪৫টি বেসিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের যৌথসভায় এ সিদ্ধান্ত হয়। খবর বিডিনিউজের।

সভার সিদ্ধান্ত অনুসারে আগামী ২৪ জুলাই সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টা বৃহত্তর চট্টগ্রামের ৫ জেলায় তথা চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে ধর্মঘট চলবে। এই ধর্মঘটের আওতায় থাকবে সব ধরনের যান্ত্রিক যানবাহন। ধর্মঘট আহ্বানকারী মুছা জানান, তাদের আরও তিনটি ‘মূল’ দাবি রয়েছে।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) কমিটির সভাপতি মৃণাল চৌধুরী, চট্টগ্রাম আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মাওলা, সাধারণ সম্পাদক অলি আহমদ, শফিকুর রহমান, হাজী আবদুস ছবুর, জহির উল্লাহ, সেলিম খান, আবুল খায়ের, ইকবাল হোসেন চৌধুরী, জহিরুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধধ্বংসস্তূপে মিলল আরেকটি মরদেহের পোড়া হাড়গোড়
পরবর্তী নিবন্ধঅগ্নিকাণ্ডে নাশকতার যোগ থাকতে পারে : তথ্যমন্ত্রী