ক্যান্সারাক্রান্ত শিশুর পাশে মেট্রোপলিটন লায়ন্স ক্লাব

আজাদী প্রতিবেদন | বুধবার , ১১ জানুয়ারি, ২০২৩ at ৪:৫৭ পূর্বাহ্ণ

মাত্র ছয় বছরের রুদ্রনীল ঘোষ। মাতিয়ে রাখতো পুরো ঘর ও স্কুল প্রাঙ্গণ। কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয়ে সে এখন পড়ে আছে চমেক হাসপাতালের বিছানায়।

রুদ্রনীল হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। সবাইকে হাসি আনন্দে মাতিয়ে রাখা রুদ্রনীল ঘোষ প্রচণ্ড পেট ব্যাথায় একেবারে কাবু হয়ে যায়। নানাভাবে চেষ্টা করেও তার ব্যাথা কমানো সম্ভব হচ্ছিল না। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে আসা হলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়। পরীক্ষায় কিডনিতে একটি টিউমার ধরা পড়ে। যা ইতোমধ্যে ক্যান্সারে রূপান্তরিত হয়েছে।

চিকিৎসকেরা দ্রুত অপরারেশন করে টিউমারটি অপসারণের পরামর্শ দেন। দিতে হবে বেশ কয়েকটি কেমোথেরাপি। রুদ্রনীলের বাবা একটি বেসরকারি ক্লিনিকের সামান্য বেতনের একজন কর্মচারী। তার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা পরিচালনা সম্ভব নয়। ছেলেটির বাবা সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করলে এগিয়ে আসে লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটন। রুদ্রনীল ঘোষের প্রয়োজনীয় কয়েকটি কেমোথেরাপির দায়িত্ব নেয় মেট্রোপলিটন ক্লাব। গতকাল সন্ধ্যায় ছেলেটির বাবার হাতে কেমোথেরাপির খরচ বাবদ কিছু অর্থ তুলে দেয়া হয়। এ সময় জোন চেয়ারপার্সন লায়ন মোর্শেদুল হক চৌধুরী, ক্লাব সভাপতি লায়ন বিজয় শেখর দাশ, ট্রেজারার লায়ন আকলিমা আখতার, ব্যাংকার রাজীব মিত্র ও রুদ্রনীল ঘোষের বাবা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন মেডিকেলে অভিযান ইন্টার্ন চিকিৎসক প্রত্যাহার
পরবর্তী নিবন্ধজেসিআই চট্টগ্রামের নতুন কমিটি