ক্যানসার আক্রান্ত শিশুদের পাশে ক্লাশ ও চট্টগ্রাম সমিতি ইউকে

| বৃহস্পতিবার , ১২ জানুয়ারি, ২০২৩ at ৬:১৬ পূর্বাহ্ণ

ক্যানসার আক্রান্ত শিশুদের সেবা সংগঠন চিলড্রেন লিউকেমিয়া এসিসটেন্স এন্ড সাপোর্ট সার্ভিসেস (ক্লাশ) ও চিটাগং সমিতি, ইউকে’র উদ্যোগে গতকাল বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালের শিশুতোষ হেমাটোলোজি ও অনকোলোজি (ব্লাড ক্যানসার) ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুদের মাঝে পথ্য সামগ্রী বিতরণ করা হয়।

একই সাথে তাদের পরিবারের জন্য নগদ অর্থ সহায়তাও প্রদান করা হয়। এ সময় ক্লাশ চেয়ারম্যান ওসমান গনি মনসুর, পরিচালক শফিকুল আলম খান, জাহেদ ইকবাল এবং চট্টগ্রাম সমিতি ইউকে’র প্রেসিডেন্ট মোহাম্মদ আলমগীর খান এবং তার মেয়ে তসলিমা খান তৃশা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম সমিতি, ইউকে’র প্রেসিডেন্ট আলমগীর খান বলেন, বিদেশে অবস্থানরত বাঙ্গালিরা সর্বক্ষণ নাড়ীর এবং দায়বদ্ধতার তাগিদ অনুভব করে। সেই তাগিদ থেকে তারা সুদীর্ঘ ২ যুগ ধরে ক্লাশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ক্যানসার শিশুদের সেবায় অবদান রাখার চেষ্টা অব্যাহত রেখেছে। আগামীতেও তা অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ২