কেবল কদর্য কীটের মতো লেপ্টে থাকবে
সে তোমার শহর
গুটিসুটি কর্কট আয়েশে লম্বমান হবে
শুকাবে শস্য দিন
মাঠময় সবুজ
খেয়ে নেবে পরিযায়ী আকাশ, স্বপ্নপ্রকল্প,
পাখিদের ডানামেলা সুখ
বৃক্ষের রৌদ্র আবাস
ক্রমবিস্তৃত সে খেয়ে নেবে আমাদের বর্ষা বসন্ত
আমাদের অনাগত সম্ভাবনা
খেয়ে নেবে আরেকবার ভালোবাসা,
আরেকবার অশ্রুচুম্বন, আরেকটি উৎসবের দিন
শরীরি তোমার শহর কদর্য সেই কীট
অশরীরী ছায়া করে নেবে।