কোয়ারেন্টিন ছাড়াই যাওয়া যাবে ব্যাংকক

মৃদুল বড়ুয়া, ব্যাংকক (থাইল্যান্ড) থেকে | বুধবার , ২২ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৪২ অপরাহ্ণ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের গভর্নর অশ্বিন কোয়ানমুয়াং বলেছেন, করোনার টিকা নেওয়া বিদেশী পর্যটকদের কোয়ারেন্টিন না করে ব্যাংকক আসতে হলে এবং শহরটি পুনরায় চালু করতে হলে তিনটি শর্ত পূরণ করতে হবে।

শর্ত তিনটি হলো:
১) ব্যাংককের জনসংখ্যার কমপক্ষে ৭০ শতাংশকে দুই ডোজের টিকা দিতে হবে। ২২ অক্টোবরের মধ্যে শহরটির এই লক্ষ্য অর্জন এবং তারপর ৭ থেকে ১৪ দিনের ব্যবধানে নতুন সংক্রমণের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আশাবাদী বলে উল্লেখ করেন তিনি।
২) দৈনিক নতুন সংক্রমণ হ্রাসের প্রবণতা থাকতে হবে কারণ ব্যাংককে বর্তমান দৈনিক সংক্রমণ হার গড়ে ২,৭০০ থেকে ২,৮০০ জন।
৩) হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কমতে হবে।

ব্যাংককে পর্যটকদের আগামী ১ অক্টোবর থেকে পুনরায় আসা চালু হওয়ার কথা কিন্তু পর্যটন ও ক্রীড়া মন্ত্রী ফিপাত রতচাকিতপ্রকর্ণ বলেছেন এ সময়সীমা ১৫ অক্টোবর পিছিয়ে দেওয়া উচিত কারণ এই পর্যন্ত মাত্র ৩৭ শতাংশ অধিবাসীকে টিকা দেওয়া হয়েছে।

আজ বুধবার (২২ সেপ্টেম্বর) ব্যাংকক মেট্রোপলিটন অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তারা ফুকেট ‘স্যান্ডবক্স’ টিমের সাথে একটি অনলাইন বৈঠক করবেন যাতে অভিজ্ঞতা বিনিময় ও আলোচনা করে রাজধানী ব্যাংককের জন্য পর্যটন পরিকল্পনার খসড়া তৈরি করা যায়।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় আমেরিকান কর্নারের বিপুল তথ্যকে কাজে লাগাতে হবে
পরবর্তী নিবন্ধদেশে করোনায় এক দিনে ৩৬ মৃত্যু