করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে আগের দিনগুলোর তুলনায় দৈনিক শনাক্ত ও মৃত্যু কিছুটা কমেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার সকালের আগের ২৪ ঘণ্টায় তিন লাখ ৬৬ হাজার ১৬১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে আর এ সময় আরও ৩৭৫৪ জন রোগীর মৃত্যু হয়েছে। এর আগে টানা চার দিন ধরে দেশটিতে দৈনিক চার লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে আর টানা দুই দিন ধরে চার হাজারের বেশি রোগীর মৃত্যু ঘটেছে। শনাক্ত নতুন রোগীদের নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ২৬ লাখ ৬২ হাজার ৫৭৫ জনে দাঁড়িয়েছে। কোভিড-১৯ সংক্রমিতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় স্থানে আছে ভারত। খবর বিডিনিউজের।