পরাবাস্তববাদী শিল্পী সালভাদর দালি

| মঙ্গলবার , ১১ মে, ২০২১ at ৪:৪৩ পূর্বাহ্ণ

সালভাদর দালি – বিশ্বখ্যাত চিত্রকর। স্পেনের এই পরাবাস্তববাদী শিল্পী বিশ শতকের ত্রিশের দশকে আধুনিক শিল্পরীতিতে নিজস্ব ধারা উদ্ভাবন করে বিশিষ্টতা অর্জন করেন। যদিও সমসাময়িক অনেক শিল্পীর প্রভাব ছিল তাঁর সৃষ্টিতে। স্পেন ও ফ্রান্স সীমান্ত ক্যাটালোনিয়ার ফিগুয়েরাসে ১৯০৪ সালের ১১ মে সালভাদর দালির জন্ম। ছবি আঁকায় তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষার সূচনা মাদ্রিদে। তখন তাঁর বয়স ছিল সতেরো। ১৯২৯ সালে তরুণ সালভাদর নিবিষ্ট হন ইম্প্রেশনিজম, কিউবিজম, ফিউচারিজম – প্রভৃতি চিত্রধারার সাধনায়। আর তাঁর চূড়ান্ত খ্যাতি আসে এই সময়টাতেই। দালি হয়ে ওঠেন বিশ শতকের অন্যতম বিখ্যাত চিত্রশিল্পী। ‘দ্য পারসিসটেন্স অব মেমোরি’ এ সময়কার তাঁর একটি বিখ্যাত চিত্রকর্ম। পঞ্চাশের দশকের শেষ দিকে দালির শিল্পকর্মের বিষয়বস্তুতে আধ্যাত্মিকতার প্রাধান্য লক্ষ করা যায়। ‘দ্য সাকরামেন্ট অব লাস্ট সাপার’ ছবিটি এরই সাক্ষ বহন করে। ভাস্কর্য নির্মাণ, আসবাব ও বইয়ের অলংকরণ, ফ্যাশন ডিজাইন প্রভৃতি নান্দনিক শিল্পচর্চায় দালি তাঁর প্রতিভার স্বাক্ষর রেখেছেন। চলচ্চিত্র নির্মাণেও তাঁর পারদর্শিতা লক্ষ করা যায়। এই মাধ্যমেও যথারীতি পরাবাস্তবতা বিষয়বস্তু হিসেবে প্রাধান্য পেয়েছে। ‘দ্য সিক্রেট লাইফ অব সালভাদর দালি’ তাঁর আত্মকথনমূলক একটি গ্রন্থ। এটি প্রকাশিত হয় ১৯৪২ সালে। এই আত্মজীবনীতে নিঃশঙ্কভাবেই বিমূর্ত হয়েছে দালির উদ্দাম বোহেমীয় জীবন। ১৯৮৯ সালের ২৩ জানুয়ারি সালভাদর দালি প্রয়াত হন।

পূর্ববর্তী নিবন্ধআস্থা ভোটে হেরে ৩৮ মাসের ওলি সরকারের পতন
পরবর্তী নিবন্ধকোভিড-১৯: ভারতে নতুন শনাক্ত তিন লাখ ৬৬ হাজার, ৩৭৫৪ মৃত্যু