কোভিডে এক মাস মৃত্যুহীন বাংলাদেশ

| শনিবার , ২১ মে, ২০২২ at ৭:২৩ পূর্বাহ্ণ

করোনাভাইরাসে মৃত্যুহীন আরও একটি স্বস্তির দিন পেরোলো বাংলাদেশ, এ নিয়ে গত ৩০ দিনে কোভিডে কারও মৃত্যুর খবর আসেনি। এর আগে সবশেষ ২০ এপ্রিল একজনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ২০২০ সালের ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর খবর আসার পর আর কখনও টানা এক মাস কোভিডে মৃত্যুহীন থাকেনি বাংলাদেশ। খবর বিডিনিউজের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, যাদের ৪৫ জনই ঢাকা জেলার বাসিন্দা। মোট ৬ হাজার ৩১৩ জনের নমুনা পরীক্ষা করে ওই ৫০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আগের দিন ৩৫ জন রোগী শনাক্তের তথ্য দিয়েছিল অধিদপ্তর। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ। একদিন আগে যা ছিল শূন্য দশমিক ৬০ শতাংশ।
নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ১৮৮ জন। আর মৃত্যুর মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ১২৭ জন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব সম্প্রীতির অনন্য উদাহরণ
পরবর্তী নিবন্ধমাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু