কেএনএফের আরো ২ সদস্য কারাগারে

বান্দরবান প্রতিনিধি | সোমবার , ২২ এপ্রিল, ২০২৪ at ১০:৪৭ পূর্বাহ্ণ

বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, টাকা ও অস্ত্র লুট এবং ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার কেএনএফের আরো ২ সদস্যকে জেলে পাঠানো হয়েছে। গতকাল রোববার দুপুরে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসাইন আদালতে পুলিশ আসামিদের হাজির করে। আদালত তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেয়। আসামিরা হলেন রুমা মুয়ালপি পাড়া এলাকার জুয়ামিৎলম বমের ছেলে লাল জার ঙাম বম ( ৪৪) ও ইডেন পাড়া এলাকার লালচৌও থাং বমের ছেলে তনক্লিং বম (৩৮)

বিষয়টি নিশ্চিত করে আদালতের জিআরও বিশ্বজিত সিংহ জানান, রুমায় ব্যাংক ডাকাতি, টাকাঅস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার আরও ২ আসামিকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, এর আগে ব্যাংক ডাকাতি ও টাকাঅস্ত্র লুটের ঘটনায় ৬৬ জনকে বান্দরবান কারাগারে পাঠায় আদালত। এছাড়া গ্রেপ্তার ৬৬ জনের মধ্যে ৫৪ জনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপে ডাকাতির ঘটনায় ৬ আসামি গ্রেপ্তার, লুন্ঠিত মালামাল উদ্ধার
পরবর্তী নিবন্ধ৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার