কৃষি জমির টপ সয়েল বিক্রি বন্ধ করা হোক

| শুক্রবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ১১:২৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের দেশের মাটি এতটাই উর্বর যে, যেকোনো গাছপালা, ফসলাদি রোপণ করলেই তা জন্মায়। কিন্তু বর্তমানে বেশকিছু অধিক মুনাফাভোগী ইটভাটার মালিকের কারণে জমির টপ সয়েল নষ্ট হয়ে যাচ্ছে। এতে করে কোনও একসময় আমাদের কৃষি জমির উর্বরতা শক্তি কমে যাবে। ফসল উৎপাদন হ্রাস পাবে। জমির উপরের ৮ থেকে ১০ ইঞ্চি পর্যন্ত মাটিকে সাধারণত উর্বর অংশ (টপ সয়েল) বলা হয়। মূলত ওই অংশেই থাকে মূল জৈবশক্তি। ফসল উৎপাদনের ক্ষেত্রে টপ সয়েলএর গুরুত্ব অনেক বেশি। ইটভাটার মালিকরা কৃষকদের কিছুটা বেশি টাকার লোভ দেখিয়ে টপ সয়েল কেটে নিচ্ছে জমি থেকে। সাধারণ কৃষকেরা টপ সয়েল সম্পর্কে বিস্তারিত না জেনে তাদের কৃষি জমির উপরিভাগের মাটিগুলো বিক্রি করে দিচ্ছে। এতে করে তারা নিজেরাই দীর্ঘমেয়াদি ক্ষতির সম্মুখীন হচ্ছে। কৃষির ভবিষ্যৎ চিন্তা করে এবং কৃষিকে আধুনিক ও উন্নত কৃষিতে রূপান্তর করতে কৃষি জমির টপ সয়েল বিক্রি বন্ধ করা হোক।

ইমরান খান রাজ

দোহার, ঢাকা।

পূর্ববর্তী নিবন্ধখান বাহাদুর আহছানউল্লা : শিক্ষাবিদ ও সমাজহিতৈষী
পরবর্তী নিবন্ধফৌজদার হাট ডিসি পার্ক