কৃষকদের পাশে এগিয়ে আসুন

| বুধবার , ২৮ অক্টোবর, ২০২০ at ১০:২৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এদেশের অর্থনীতির কাঠামো কৃষিনির্ভর। এদেশের কৃষক শুধু কৃষি কাজেই সীমাবদ্ধ নয়। তারা শিল্পায়নে, কর্মসংস্থান সৃষ্টিতে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা পালন করে। সমপ্রতি করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়েছে লাখো কৃষক। অনাহারে -অর্ধাহারে ধুকে ধুকে কাটছে কৃষকের দিন। সমপ্রতি বাংলাদেশের বেশ কয়েকটি জেলা বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। কৃষকরা হারিয়েছে তাদের পায়ের নিচের শেষ আশ্রয়টুকুও। এরই মধ্যে বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ জেলা ভোলায় গত ২১ অক্টোবর থেকে টানা ৩ দিন বৃষ্টি আর জোয়ারের পানিতে ডুবে গেছে হাজারো সবজি ও মাছের খামার। জীবনযুদ্ধে হেরে যাওয়ার পথে দ্বীপ জেলা ভোলার কৃষকরা। ভোলার চারদিকে নদীবেষ্টিত হওয়া জোয়ারের উত্তাল চাপে ভেসে গেছে ফসলাদি। কৃষিনির্ভর বাংলাদেশের অর্থনীতি বর্ষার অনুপস্থিতিতে যেমন কল্পনাই কারা যায় না ঠিক তেমনি এই বর্ষ কৃষকের জন্য অভিশাপের কারণও বটে।এমন পরিস্থিতিতে জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাহায্য একান্ত কাম্য।
হাসান মাহমুদ শুভ, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ

পূর্ববর্তী নিবন্ধবীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমান: জীবনের ঊর্ধ্বে স্বদেশ
পরবর্তী নিবন্ধকরোনাকালীন শীতে আগাম শীতবস্ত্র ও ঔষধ বিতরণ