কুয়েতে পাপুলের সাজা দেশের জন্য লজ্জার : পররাষ্ট্রমন্ত্রী

| রবিবার , ৩১ জানুয়ারি, ২০২১ at ৬:২১ পূর্বাহ্ণ

মানবপাচারের দায়ে কুয়েতে লক্ষ্মীপুরের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলের কারাদণ্ড হওয়াকে বাংলাদেশের জন্য ‘দুঃখজনক ও লজ্জাজনক’ আখ্যায়িত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। পাপুলের সাজার দুই দিন পর গতকাল শনিবার ওই রায় নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, আপনারা জানেন উনি আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন না, উনি স্বতন্ত্র ছিলেন। এটা খুবই দুঃখজনক, অবশ্যই এটা দুঃখজনক, লজ্জাজনক। অর্থ ও মানবপাচার এবং ঘুষ দেওয়ার অভিযোগে গত বছর গ্রেপ্তার পাপুলকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে কুয়েতের ফৌজদারি আদালত। এটা বিদেশের মাটিতে বাংলাদেশের কোনো আইনপ্রণেতার শাস্তির প্রথম কোনো ঘটনা। এর মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে বলেই মনে করছেন অনেকে। খবর বিডিনিউজের।
সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় প্রথম বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক টেনিস টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে, জানাতে হবে
পরবর্তী নিবন্ধচতুর্থ দফায় ভাসানচর গেল দেড় হাজার রোহিঙ্গা