কুয়াকাটায় তারিন

| বুধবার , ১৮ জানুয়ারি, ২০২৩ at ৬:৩৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ টেলিভিশনের জন্য নির্মিত একটি নতুন নাটকে সম্প্রতি অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান। নাটকের নাম ‘সাগর কন্যা’। এটি রচনা করেছেন অনিমেষ আইচ ও প্রযোজনা করছেন মাহবুবা ফেরদৌস। শুটিং চলছে কুয়াকাটায়। নাটকের নাম ভূমিকায় দেখা যাবে তারিন জাহানকে। তিনি বলেন, এর আগে আমি কখনো কুয়াকাটা যাইনি। বরিশালে লঞ্চে যেতেও আমার খুব ভালো লাগে। আর এই শীতের মধ্যে বাইরে বিশেষত ঢাকার বাইরে শুটিং করাটা আমি ভীষণ উপভোগ করি। নাটকের ক্ষেত্রেও তাই। এর গল্পও সুন্দর।

তাছাড়া নাটক নির্মাণের ক্ষেত্রে বিটিভি এখন আরও বেশি সচেতন। কীভাবে ভালো করা যায় সেদিকে কর্তৃপক্ষের বিশেষ দৃষ্টি রয়েছে এখন। গল্পের প্রয়োজনে যদি বাইরে শুটিং করতে হয়, তাও করা হচ্ছে। মূলকথা হলো বিটিভি এখন নাটক নির্মাণের ক্ষেত্রে আগের চেয়ে আরও অনেক বেশি সিরিয়াস। এটা অনেক ভালো একটি দিক।

এদিকে তারিন কিছুদিন আগে এস এ হক অলীকের নির্দেশনায় ‘স্বর্ণমানব৫’ নাটকে কাস্টমস অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া এরই মধ্যে অঞ্জন আইচের পরিচালনায় ‘সেই রাত্রির রক্তস্রোত’ নামে আরও একটি নাটকে অভিনয় করেছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধপ্রার্থিতা ফিরে পেয়ে হিরো আলম বললেন, তার চাই সিংহ মার্কা
পরবর্তী নিবন্ধ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’র স্বত্ব নিলো চ্যানেল আই