কুম্ভমেলা উপলক্ষে জেএম সেন হলে সমন্বয় সভা

| বুধবার , ১৮ জানুয়ারি, ২০২৩ at ৬:১৭ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উদ্‌যাপন উপলক্ষে নগরীর রহমতগঞ্জস্থ জেএম সেন হল প্রাঙ্গণে সমন্বয় সভা গত ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পৌরহিত্য করেন স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ।

উদ্‌যাপন পরিষদের সভাপতি সুকুমার চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক অনুপ বরণ দাশ। শিক্ষক বিভাস গুহের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকৌশলী প্রবীর কুমার সেন, বিমল কান্তি দে, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, অধ্যাপক কুশল চক্রবর্তী, তাপস কুমার নন্দী, তড়িৎ গুহ, পরাগ দত্ত, প্রদীপ গুহ প্রমুখ।

সভায় কুম্ভমেলা উদ্‌যাপন পরিষদের সভাপতি সুকুমার চৌধুরী বলেন, কুম্ভমেলা ১১দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মধ্যদিয়ে আগামী ২৭ জানুয়ারি হতে শুরু হবে। ১১দিনব্যাপী অনুষ্ঠানে সকলের অংশগ্রহণ এবং সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের নতুন বিভাগীয় কমিশনার আমিনুর রহমান
পরবর্তী নিবন্ধশিক্ষা-সংস্কৃতি ও সাহিত্যে ড. শিরীণ আখতার প্রশংসনীয় ভূমিকা পালন করে চলেছেন