কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের কমনরুম চাই

| রবিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৪২ পূর্বাহ্ণ

লাল মাটি আর সবুজ বেষ্টনীর ক্যাম্পাস কুমিল্লা বিশ্ববিদ্যালয়। পাহাড়ের কোল ঘেঁষে, প্রাকৃতিক সৌন্দর্যের মায়ায় জড়িয়ে থাকা ক্যাম্পাসটি ১৬ বছরে পদার্পণ করেছে। নানা অর্জন আর স্বল্পতার মধ্যে দিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখানে রয়েছে ৪ টি একাডেমিক ভবনে ৬ টি অনুষদ ও ১৯ টি বিভাগ। ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের অনুপাত প্রতিটি অনুষদে প্রায় সমান। ছেলেদের নামাজের জন্য কেন্দ্রীয় মসজিদ থাকলেও মেয়ে শিক্ষার্থীদের জন্য নেই কোনও কমনরুম আর নামাজের ব্যবস্থা। বিজ্ঞান অনুষদে ছোট একটি কক্ষের ব্যবস্থা হলেও অন্যান্য অনুষদে বিহিত হয় নি। এতে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। কেননা, তারা যোহর ও আসর নামাজ ঠিক সময় আদায় করতে পারেনা। এছাড়া একজন শিক্ষার্থীকে বিশ্রাম ও ফ্রেশ হওয়ার জন্য কমনরুমের প্রয়োজন হয়। কিন্তু, ব্যবস্থা না থাকায় তাদেরকে ক্লাসের রুমের জানালার গ্লাস কিংবা বেসিনের সামনের আয়নায় দাঁড়িয়ে ফ্রেশ হতে হয়। ঐখানে ছেলেরা প্রবেশ করেন। ফলে মেয়েরা এ পরিস্থিতিতে বিভ্রত ও অসস্থিকর অবস্থায় পড়েন। একাধিকবার ডিনসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও মিলছে না কোনও ফলাফল। কাজেই শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অভিভাবক মাননীয় উপাচার্য স্যারের সদয় দৃষ্টি কামনা করছি।

মোহাম্মদ আলআমিন

লোক প্রশাসন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধগৌরীশঙ্কর ভট্টাচার্য : লেখক ও সমাজসংস্কারক
পরবর্তী নিবন্ধহিরো আলামের উত্থান ও প্রাসঙ্গিক কথা