চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া সোনার বাংলা এক্সপ্রেসের হুইসপাইপ ছিঁড়ে যাওয়ায় পথিমধ্যে প্রায় এক ঘন্টা আটকে ছিল। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশন ছেড়ে যায়। পরে ট্রেনটি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লা ও রসুলপুর স্টেশনের মাঝামাঝি পৌঁছালে হঠাৎ হুইসপাইপ ছিঁড়ে যায়। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। রেলওয়ে পূর্বাঞ্চলের কন্ট্রোল রুম থেকে মো. আলম জানান, ট্রেনটি প্রায় এক ঘন্টা আটকে ছিল। পরে রাত ৮টা ২৫ মিনিটে আবার সচল হয়ে যাত্রা শুরু করে।
তবে এতে অন্যান্য ট্রেনে শিডিউল বিপর্যয় ঘটেনি। সবকটি ট্রেন চট্টগ্রাম থেকে সময় মতো ছেড়ে গেছে বলে জানান চট্টগ্রাম স্টেশন ম্যানেজার।