করোনা সংক্রমণের সময় ভোক্তাদের কম দামে পণ্য সরবরাহ করতে সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় ট্রাক সেলের মাধ্যমে চালু হয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রম। গতকাল সকালে ছোট কুমিরা এলাকায় ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধন করেন কুমিরা ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী। টিসিবির কর্মকর্তা যুগ্ম পরিচালক হুমায়ুন কবির বলেন, করোনায় সাধারণ ক্রেতাদের কথা চিন্তা করে প্রতিটি ট্রাকে তেল, ডাল ও চিনি সরবরাহ করা হবে। ভোক্তাদের চাহিদা মোতাবেক পণ্য সরবরাহ করাই আমাদের লক্ষ্য। বর্তমানে টিসিবির প্রতিটি ট্রাকে ৬০০-৮০০ কেজি চিনি, ৩০০-৬০০ কেজি মসুর ডাল এবং ৮০০-১২০০ লিটার সয়াবিন তেল বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দ বাড়বে। একজন ব্যক্তি দৈনিক ২-৪ কেজি চিনি, ২ কেজি ডাল এবং ২-৫ লিটার ভোজ্যতেল কিনতে পারবেন।