চট্টগ্রামে করোনায় প্রাণ গেল আরও ১০ জনের

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ১৫ জুলাই, ২০২১ at ১০:৫৬ পূর্বাহ্ণ

গত ২৪ ঘণ্টায় ৭৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩১ দশমিক ৭২ শতাংশ। এদিন মারা গেছেন ১০ জন। এর মধ্যে ৭ জন উপজেলার এবং ৩ জন নগরের বাসিন্দা।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, এদিন নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ৪২১টি। নতুন আক্রান্তদের মধ্যে ৪৭৪ জন নগর এলাকার এবং ২৯৪ জন উপজেলা এলাকার বাসিন্দা। উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হাটহাজারী উপজেলায়, আক্রান্ত ৫৩ জন। এছাড়া ফটিকছড়িতে ৪২ জন, পটিয়ায় ৩৬ জন, মিরসরাইয়ে ২৯ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।-বাংলানিউজ

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, বিধিনিষেধ শিথিল করা হয়েছে। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। অন্যথায় সংক্রমণের লাগাম টানা সম্ভব নয়।

পূর্ববর্তী নিবন্ধকুমিরায় টিসিবির পণ্য বিক্রি শুরু
পরবর্তী নিবন্ধ‘নগরীর ফুসফুস সিআরবিতে আমরা কোনো হাসপাতাল চাই না’