কুতুবদিয়ায় পুকুরে ডুবে রাইসা মনি নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। একই দিন পৃথক পানি ডুবির ঘটনায় আরো ২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল রোববার সকাল ১০ টার দিকে আকবর বলীর পাড়ায় রিয়াদের শিশু কন্যা রাইসা মনি বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। অপর দিকে একই দিন বিকাল ৫টার দিকে বড়ঘোপ রোমাই পাড়ায় পৃথক ঘটনায় একই পরিবারের আব্দুল কাদেরের ১৭ মাস বয়সী পুত্র মোহাম্মদ ও রুহুল কাদেরের পুত্র ইমাদ (৩) কে মুমূর্ষু অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তিকৃত ২ শিশু সুস্থ আছে বলে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম জানিয়েছেন।